“ন্যায়বিচার না হলে আন্দোলন থামবে না”—বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তীব্র প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
হাওড়া, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজের দু’প্রান্ত ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির ডাকে সেতু অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ব্রিজে ওঠার
বিক্ষোভ


হাওড়া, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজের দু’প্রান্ত ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির ডাকে সেতু অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ব্রিজে ওঠার আগেই মিছিলকারীদের আটকায় পুলিশ। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান ও রাস্তায় বসে বিক্ষোভ। এর জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে রাখে। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে দু’পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। অন্যদিকে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।এই আন্দোলনের আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। তিনি বলেন, “আলোচনায় সমাধান না হলে রাস্তাই কথা বলবে।” বিজেপি নেতৃত্বের স্পষ্ট বার্তা, দীপু দাসের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফলে আগামী দিনে আরও বড় কর্মসূচির ইঙ্গিত মিলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande