শিলচরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে শেষ সময়সীমা ২৬ ডিসেম্বর, অন্যথায় আইনি ব্যবস্থা নেবে, পৌর নিগম
শিলচর (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : শহরবাসীর নিরাপদ চলাচল ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পৌর নিগম। পৌর এলাকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগ
শিলচরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে শেষ সময়সীমা ২৬ ডিসেম্বর, অন্যথায় আইনি ব্যবস্থা নেবে, পৌর নিগম


শিলচর (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : শহরবাসীর নিরাপদ চলাচল ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পৌর নিগম। পৌর এলাকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে হবে।

আজ বুধবার শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ব্যবসায়ী বা পথ-ব্যবসায়ী যেন কোনওভাবেই পণ্যসামগ্রী নিয়ে রাস্তা কিংবা ফুটপাত অবরোধ করে ব্যবসা পরিচালনা না করেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কোনও কার্যকলাপ ভবিষ্যতে বরদাস্ত করা হবে না। বিশেষ করে স্কুলপড়ুয়া, বয়স্ক মানুষ ও সাধারণ পথচারীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করলে শিলচর পৌর নিগম ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে শহরের যান চলাচল স্বাভাবিক করা, ফুটপাতকে পথচারীবান্ধব করা এবং সামগ্রিকভাবে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ গড়ে তোলাই পৌর নিগমের মূল লক্ষ্য।

শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং (আইএএস)-এর আদেশক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিকে শহরের নাগরিক স্বার্থে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছে সচেতন মহল। শহরবাসীর সহযোগিতায় শিলচরকে আরও সুন্দর, নিরাপদ ও চলাচলবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে পৌর নিগম।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande