
পূর্ব সিংভূম, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া ব্লকের মাটিহানা পঞ্চায়েতের কোটশোল গ্রামে বাড়ির কাছেই একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার পরিচয় ১৭ বছর বয়সি জোবা মান্ডি।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীটি বাড়ির কাছে একটি গাছে নিজের ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। বুধবার সকালে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা দেহটি দেখতে পেয়ে বাহারাগোড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য