মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু ২০তম পরিবেশ সচেতনতা মেলা
মধ্যমগ্রাম, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বুধবার পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হল ২০তম পরিবেশ সচেতনতা মেলা ২০২৫। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত মধ্যমগ্রাম জুড়ে চলবে এই মেলা। প্রতিবছরের মতো এ বছরও স্থানীয়
পরিবেশ সচেতনতা মেলা


মধ্যমগ্রাম, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বুধবার পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হল ২০তম পরিবেশ সচেতনতা মেলা ২০২৫। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত মধ্যমগ্রাম জুড়ে চলবে এই মেলা। প্রতিবছরের মতো এ বছরও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা।মেলা প্রাঙ্গণে এ বছরও পরিবেশবান্ধব ভাবনায় সেজে উঠেছে প্রায় ৫০টি স্টল। বিভিন্ন পরিবেশের উপাদান, গাছপালা, জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই মেলায়। মেলায় আগত প্রত্যেক দর্শনার্থীকেই বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে, যা পরিবেশ রক্ষার বার্তাকে আরও শক্তিশালী করছে।এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সন্ধ্যায় মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতেই এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande