
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.): কড়া নিরাপত্তার মধ্যেই দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে বৈঠক। বুধবার সকাল সাড়ে দশটায় এই বৈঠকের সূচনা হয়েছে। কার্যতঃ নথি যাচাই কে কেন্দ্র করে এবং সেই কাজে অগ্রাধিকার দিয়েই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ পর্ব আরম্ভ হল। ৪,৬০০ জন এদিনের বৈঠকে দুই পর্বে যোগদান করার কথা। দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে পরবর্তী পর্যায়ে বৈঠক চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এ রাজ্যের বিশেষ রোল - অবজার্ভার সুব্রত গুপ্ত ছাড়াও নির্বাচন কমিশনের বেশ কয়েকজন প্রতিনিধি ও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিন দু' দফায় প্রশিক্ষণ ও বৈঠক হবে। প্রসঙ্গতঃ প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের সঙ্গে নিয়ে হবে শুনানি পর্ব। মাইক্রো অবজার্ভারদের উপস্থিতিতেই বৃহস্পতিবার তা চলবে। শুনানি পর্বের পাশাপাশি ইতিমধ্যেই ভোটারদের দাখিল করা নথির বৈধতা খতিয়ে দেখা হবে। ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য এদিনের বৈঠকে বিশেষ পাঠ নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত