বাংলার শিক্ষা বাঁচাতে কংগ্রেস সেবাদলের অভিনব উদ্যোগ, সান্তাক্লজের হাত ধরে ক্ষুদেদের বই বিতরণ
কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে—এই বার্তাকে সামনে রেখে বড়দিন উপলক্ষে অভিনব কর্মসূচি নিল কংগ্রেস সেবাদল। মুক্তধারা প্রকল্পের অধীনে বুধবার লেডি ডাফরিন হাসপাতালের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সা
অভিনব প্রতিবাদ


কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে—এই বার্তাকে সামনে রেখে বড়দিন উপলক্ষে অভিনব কর্মসূচি নিল কংগ্রেস সেবাদল। মুক্তধারা প্রকল্পের অধীনে বুধবার লেডি ডাফরিন হাসপাতালের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সান্তাক্লজের সাজে উপস্থিত হয়ে ছোট ছোট শিশুদের হাতে বই, খাতা ও নানা শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দের মধ্য দিয়েই শিক্ষা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস সেবাদলের নেতারা জানান, বর্তমানে বাংলার শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। স্কুলছুট পড়ুয়ার সংখ্যা বাড়ছে, শিক্ষা পরিকাঠামো দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো এবং পড়াশোনার গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ। সান্তাক্লজের উপস্থিতিতে শিশুরা যেমন আনন্দ পেয়েছে, তেমনই অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।রাজ্য আই.এন.টি.ইউ.সি সেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, “শিক্ষা ছাড়া কোনও সমাজ এগোতে পারে না। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে আমাদের এই ছোট্ট প্রয়াস। উৎসবের দিনে শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি বইয়ের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বার্তা দিতেই এই কর্মসূচি।”কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন শিক্ষা-কেন্দ্রিক সামাজিক কর্মসূচি চালু রাখা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande