
মালদা, ২৪ ডিসেম্বর ( হি. স.) : সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন মুজকেরা বিবি। বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের হয়ে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই তাঁকে সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিষয়টি নিয়ে কোনও আফসোস নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনের লড়াইটাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।প্রার্থী ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই মালদা জেলা পুলিশ ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই দলই হুমায়ুন কবিরের নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ। বৈষ্ণবনগর ব্লকের বিননগর-এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা বিবির স্বামী কুরবান আনসারী একজন স্বেচ্ছাসেবী সংগঠক। তিনি আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন।মুজকেরা বিবি জানান, রাজনীতিতে এটাই তাঁর প্রথম পদক্ষেপ। হুমায়ুন কবিরের নির্দেশেই তিনি কাজ করবেন বলে জানান । অন্যদিকে কুরবান আনসারীর দাবি, ২০২৬ সালের নির্বাচনে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে, তৃণমূল তৃতীয় স্থানে থাকবে।এ বিষয়ে মীমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, ফল কী হবে তা বোঝা যাবে ভোটের বাক্সে। তৃণমূল মুখপাত্র আশীষ কুন্ডু হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেও বিজেপি নেতা তারক ঘোষ বলেন, তাঁদের লক্ষ্য ২০২৬ সালে রাজ্য সরকারকে ক্ষমতা থেকে সরানো।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়