
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : রাজধানীর পশ্চিম আগরতলা থানার উদ্যোগে চুরি যাওয়া নয়টি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার পশ্চিম আগরতলা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে পশ্চিম আগরতলা থানার অধীন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বাইক চুরির ঘটনা ঘটে। পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে নামতেই দলটি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয় জন কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় নয়টি চুরি যাওয়া বাইক।
এদিন অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বাইকগুলি মালিকদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি মালিকরা পশ্চিম আগরতলা থানার দ্রুত পদক্ষেপ ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, চুরির ঘটনার তদন্তে ছয় জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে জুডিশিয়ারি কাস্টডিতে রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ