
দক্ষিণ ২৪ পরগনা, ২৫ ডিসেম্বর (হি.স.): বোমা ফেটে জখম হল এক শিশু। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া পঞ্চায়েতের খড়িমাচান এলাকার ঘটনা। পরিত্যক্ত একটি ঘরের ভিতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। কোথা থেকে বোমাটি ওই ঘরে এল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বোমার সুতলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। রয়েছে রক্তের দাগও। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার সুতলি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, জখম শিশুটিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ