খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও নথি যাচাইয়ের ডাক, পাঁশকুড়ায় ভোটারদের বিক্ষোভ
পাঁশকুড়া, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বৃহস্পতিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি সংশোধনের কাজ চলাকালীন বিভ্রান্তি ছড়াল পাঁশকুড়ায়। খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নথি যাচাইয়ের জন্য ফোন আ
সংশোধনীর কাজ


পাঁশকুড়া, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বৃহস্পতিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি সংশোধনের কাজ চলাকালীন বিভ্রান্তি ছড়াল পাঁশকুড়ায়। খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নথি যাচাইয়ের জন্য ফোন আসায় আতঙ্কিত হয়ে পড়েন একাধিক ভোটার। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বিজয়ারামচক এলাকায় বিজয়া রামচক প্রাথমিক স্কুলে সংশ্লিষ্ট বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৭২ নম্বর বুথের মোট ৭৪ জন ভোটারের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সাপোর্টিং নথি সহ ডেকে পাঠানো হয়। এর জেরে ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি ও ভীতির সৃষ্টি হয়। জানা গেছে, যেসব ভোটারের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান নাম বা পারিবারিক তথ্যের অমিল রয়েছে, সেসব ক্ষেত্রেই নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।উদাহরণ হিসেবে স্থানীয় ভোটার জামাল আলীর নাম উল্লেখ করা হয়েছে। ২০০২ সালের তালিকায় তাঁর নাম ‘জামাল মল্লিক আলী’ থাকলেও পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ‘মল্লিক’ বাদ পড়ে। সেই পুরনো নথিতেই অমিল থাকায় বর্তমানে তাঁকে যাচাইয়ের মুখে পড়তে হচ্ছে। একই ধরনের সমস্যায় পড়েছেন আরও ৭৩ জন ভোটার।বিএলও দাবি করেছেন, এটি প্রশাসনিক ত্রুটি এবং বিষয়টি ভোটারদের বোঝানো হয়েছে। এদিকে জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় অভিযোগ করেন, বিজেপিকে খুশি করতেই নির্বাচন কমিশন নতুন পদক্ষেপ নিচ্ছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল সব বিষয়েই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande