তামিলনাড়ুর জাতীয় সড়কে বাস ও দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ, মৃত ৭
কুদালুর, ২৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর কুদালুরের তিরুচিরাপল্লি-চেন্নাই জাতীয় সড়কে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা । একটি যাত্রিবাহী বাসের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষে নিহত সাত । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব
পথ দুর্ঘটনায়


কুদালুর, ২৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর কুদালুরের তিরুচিরাপল্লি-চেন্নাই জাতীয় সড়কে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা । একটি যাত্রিবাহী বাসের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষে নিহত সাত । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতে ওই বাসটি তিরুচিরাপল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। কুদালুরের টিট্টুকুডির উপাতুরু এলাকায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে যায়। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও প্রথমেই একটি ব্যারিকেডে ধাক্কা মারে । এরপর দিক পরিবর্তন করে চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী দুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি বাসের তলায় আটকে যায়। সাতজন ঘটনাস্থলেই মারা যায় । জানা গেছে, বাসটি তামিলনাড়ু স্টেট এক্সপ্রেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের । দুর্ঘটনার ফলে ব্যাহত হয় ওই জাতীয় সড়কের যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande