
বাঁকুড়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার তুলসী পূজন দিবস উপলক্ষে বাঁকুড়ায় তুলসী গাছ রোপণ ও সংরক্ষণের বার্তা তুলে ধরলেন শিল্পীরা। জলসমৃদ্ধ, নির্মল ও সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে বাঁকুড়া শহরের নিধুবন এলাকায় একটি অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যাল’-এর অঙ্গ হিসেবে ‘মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস’ এই অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় বক্তারা জানান, শুধুমাত্র ধর্মীয় আচার পালনের জন্য নয়, পরিবেশ ও মানবজীবনের স্বার্থেই তুলসী গাছ রোপণ ও সংরক্ষণ জরুরি।
আলোচনায় বলা হয়, গাছ বায়ুর গুণমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ গাছ দিনে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করলেও, রাতে তারা কেবল শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় যুক্ত থাকে। তবে তুলসীর মতো কিছু উদ্ভিদ রাতেও অক্সিজেন নিঃসরণে সক্ষম, যা সারাক্ষণই বাতাসের মান উন্নত করতে সহায়ক।
বক্তারা আরও জানান, তুলসী গাছ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখার পাশাপাশি ঠান্ডা, কাশি ও হাঁপানির মতো বিভিন্ন রোগের চিকিৎসাতেও উপকারী। তাই পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনের স্বার্থে তুলসী গাছ লাগানো ও বাঁচানোর আহ্বান জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট