
দুর্গাপুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : কুয়াশায় মোড়া বড়দিনের সকালে শীতের আমেজের সঙ্গে মিশে গেল উৎসবের আনন্দ। সেই আনন্দেই দুর্গাপুরে শিশুদের জন্য এক বিশেষ চমক নিয়ে হাজির হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। বড়দিনের সকালে সান্তা ক্লজের পোশাকে উপহারের ঝুলি কাঁধে নিয়ে তিনি পৌঁছে যান শহরের তালতলা বস্তিতে।
সান্তা রূপে মন্ত্রীকে দেখে খুশিতে মেতে ওঠে কচিকাঁচারা। শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট, কেক, ক্যান্ডি ও খেলনা। উপহার বিতরণের পাশাপাশি তিনি শিশুদের সঙ্গে কিছু সময় কাটান, তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা শোনেন। সান্তা দাদুর কাছ থেকে উপহার পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এদিন প্রদীপ মজুমদার বলেন, “প্রভু যীশু তাঁর জন্মের মাধ্যমে বিশ্বের কাছে ভালোবাসা, শান্তি ও মানবতার বার্তা দিয়ে গেছেন। তিনি শিখিয়েছেন, এই পৃথিবীতে বিদ্বেষ ও হিংসার কোনো স্থান নেই। সেই মহান আদর্শ স্মরণ করেই আমরা বড়দিন উদ্যাপন করি। আমাদের দেশের মনীষীরাও শান্তি ও সৌহার্দ্যের পথেই চলার শিক্ষা দিয়েছেন। শিশুরা যেন সেই মূল্যবোধ নিয়েই বড় হয়ে ওঠে, সেটাই আমাদের কামনা।”
মন্ত্রীর এই উদ্যোগে শীতের সকালে তালতলা বস্তির অলিগলিতে ছড়িয়ে পড়ে ভালোবাসা ও উৎসবের উষ্ণতা।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা