সবুজ বার্তা দিতেই তৎপরতা বৈকুণ্ঠপুর তরুণ সঙ্ঘের উদ্যোগ
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : বার্তা অথবা সবুজ বার্তা - যাই হোক না কেন, সবুজ রাষ্ট্রীয় কৃষক দিবস উপলক্ষে কুলতলিতে সবুজ বার্তা দিতে অনন্য তৎপরতা। রাষ্ট্রীয় কৃষক দিবসকে মান্যতা দিয়েই সুন্দরবনের কুলতলি ব্লকে এদিন পালিত হল বিশেষ অনুষ্ঠান। স্বেচ্ছ
বৈকুণ্ঠপুর তরুণ সঙ্ঘের সবুজ বার্তা দিতে উদ্যোগ


কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : বার্তা অথবা সবুজ বার্তা - যাই হোক না কেন, সবুজ রাষ্ট্রীয় কৃষক দিবস উপলক্ষে কুলতলিতে সবুজ বার্তা দিতে অনন্য তৎপরতা।

রাষ্ট্রীয় কৃষক দিবসকে মান্যতা দিয়েই সুন্দরবনের কুলতলি ব্লকে এদিন পালিত হল বিশেষ অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন বৈকুণ্ঠপুর তরুণ সংঘের উদ্যোগে দিনভর ছিল নানা কর্মসূচি। মূলতঃ এর মাধ্যমেই কিষান সমাজকে সম্মান জানানো হয়েছে। রোদে পুড়ে, জলে ভিজে যাঁরা সমাজের জন্য অন্নের জোগান দেন, তাঁদেরকে সামনের সারিতেই তুলে আনার ডাক দেওয়া হয়েছে এদিনের মূল অনুষ্ঠানে।

সংস্থার পরিবেশপ্রেমী সম্পাদক সুশান্ত গিরি জানান, কিষান শুধু অন্নদাতা নন, তাঁরা জীবনদাতা। তাঁদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণেই আগামী পৃথিবীকে আরও সবুজ ও সমৃদ্ধ করে তোলা সম্ভব। এদিন আলোচনা সভা, সাইকেল র‍্যালি - সমেত একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রসমাজ ও কিষান সমাজ একসঙ্গে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

শ্রী গিরি বলেন, মা ও মাটি বাঁচলে তবে বাঁচবে পৃথিবী। বিষমুক্ত, পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য নতুন প্রজন্মের কিষানদের জাগিয়ে তোলা জরুরি। রাসায়নিক নির্ভর চাষের পরিবর্তে বরং প্রকৃতি - কেন্দ্রিক জৈব কৃষির উপর জোর দেওয়া হয়েছে। জৈব সার, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং জমির স্বাস্থ্য রক্ষার মাধ্যমে আর এক সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে ‘জয় কিষান’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কুলতলির সমস্ত এলাকা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande