
উদয়পুর (ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের ধ্বজনগর এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন— মহম্মদ এনামুল হক (৪৯), মহম্মদ কালু (৪০) এবং মহম্মদ এশরাফি (৪৯)। তাঁরা সবাই বাংলাদেশের রাজশাহী জেলার কালীনগর গ্রামের বাসিন্দা। ভারতীয় দালালের নাম মতিবুর রহমান। তিনি উদয়পুরের কিল্লা এলাকার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।
উদয়পুরের এসডিপিও দেবাঞ্জলি রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি পুলিশ দল ধ্বজনগর এলাকায় অভিযান চালায়। সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের মধ্যে তিনজন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে মতিবুর রহমানের আশ্রয়ে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
এসডিপিও বলেন, “তাদের কাছে ভারতের ভেতরে অবস্থানের কোনও বৈধ নথি পাওয়া যায়নি। তাঁরা জানিয়েছে, উন্নত জীবিকার সন্ধানে তাঁরা এখানে এসেছিলেন। কিন্তু, আইনসম্মত পদ্ধতিতে ভারতে প্রবেশ না করায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও সহযোগিতার অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ