
গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চল। আজ বৃহস্পতিবার বিকাল ০৩-টা ৪৫ মিনিট ৪২ সেকেন্ডে ৩.৪ ম্যাগনিটিউডের ভূমিকম্প সংঘটিত হয়েছে অরুণাচল প্রদেশে। এর আগে এদিন সকাল ০৮-টা ০২ মিনিট ৩০ সেকেন্ডে ৩.০ ম্যাগনিটিউডের ভূমিকম্প সংঘটিত হয়েছে অসমের ওদালগুড়ি। তবে দুই রাজ্যে সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভারতীয় সময় ১৫:৪৫:৪২টায় অরুণাচল প্রদেশে সংঘটিত ৩.৪ মাত্ৰার ভূমিকম্পের উৎসস্থল ছিল সুবনশিরি জেলার ভূপৃষ্ঠের ৫ কিমি গভীরে ২৭.৫৩° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৮৯° পূর্বে।
এছাড়া এদিন ভারতীয় সময় ০৮:০২:৩০টায় অসমে সংঘটিত ৩.০ মাত্ৰার ভূমিকম্পের উৎসস্থল ছিল ওদালগুড়ি জেলার ভূপৃষ্ঠের ১৯ কিমি গভীরে ২৬.৬৮° উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১° পূর্বে।
এদিকে উভয় রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলায় কম্পন অনুভূত হলেও কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দুই রাজ্য প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস