
আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : খোয়াই–আগরতলা রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ফের জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই এই রুটে বেলাগাম ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীরা নাজেহাল হলেও প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে আগরতলার রাধানগর স্ট্যান্ডে বিকেল চারটার পর থেকে বেশ কিছু যানবাহন নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। যানচালকদের দাবি, খোয়াই বা কমলপুর রুটে গিয়ে ফেরার পথে যাত্রী না পাওয়ায় তাঁদের লোকসান হয়—এই যুক্তিতেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
ফলে কলেজ পড়ুয়া, নিত্যযাত্রী অফিসগামী, রোগীর আত্মীয়– পরিজনসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন। প্রতিবাদ করলে গাড়িতে তুলবে না—এই আশঙ্কায় অনেকে মুখ বুজে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে একজন ক্ষুব্ধ যাত্রী প্রকাশ্যে নিজের ভোগান্তির কথা তুলে ধরে অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন। বিষয়টি সামনে আসতেই রাজ্যের পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে যাত্রী মহল।
দ্রুত খোয়াই–কমলপুর–আগরতলা রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাত্রীরা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা পুনরুদ্ধার হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ