
আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : আগরতলার মরিয়মনগরে মধ্যরাতের কেক কাটা, প্রার্থনা সভা এবং বাজি-পটকা ফাটানো মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন শুরু হয়েছে। বুধবার গভীর রাত থেকেই রাজধানী সংলগ্ন মরিয়মনগরের গির্জা চত্বরে বড়দিনের আমেজ ছড়িয়ে পড়ে। জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন।
বুধবার রাত বারোটায় যীশু খ্রিস্টের জন্মলগ্ন উপলক্ষ্যে গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই প্রার্থনায় খ্রিস্টান সম্প্রদায়সহ বহু সাধারণ মানুষ অংশ নেন। প্রার্থনা শেষে কেক কাটা হয় এবং উপস্থিত সকলের মধ্যে কেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালেও অনুষ্ঠিত হয় প্রার্থনা ও কেক কাটা অনুষ্ঠান।
এদিন মরিয়মনগরের ফাদার লিনাস জানান, বড়দিন উপলক্ষ্যে দেশ ও রাজ্যের মানুষের সুখ, শান্তি এবং প্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের শান্তি, সৌহার্দ্য ও অহিংস পথের অগ্রগতির জন্যও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ফাদার লিনাস রাজ্যবাসীকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ