বড়দিনের সকালে পর্যটকদের ঢল, উৎসবের আমেজে জমজমাট টাকি পর্যটন কেন্দ্র
টাকি, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বড়দিন উপলক্ষে সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠল ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষজনের উপস্থিতিতে আজ কার্যত জমজমাট টাকি। শীতের সকালের মৃদু রোদ আ
নৌকা বিহার


টাকি, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বড়দিন উপলক্ষে সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠল ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষজনের উপস্থিতিতে আজ কার্যত জমজমাট টাকি। শীতের সকালের মৃদু রোদ আর উৎসবের ছুটির আনন্দে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বহু মানুষ ছুটে আসেন এই সীমান্ত শহরে।টাকির অন্যতম আকর্ষণ ইছামতী নদী। নদীর এক পাড়ে ভারত, অন্য পাড়ে বাংলাদেশ—এই বিরল দৃশ্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। নদীর ধারে ভিড় জমিয়ে সেলফি তোলা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং নৌকাভ্রমণে অংশ নিতে দেখা যায় অসংখ্য পর্যটককে। বড়দিনের দিনে ইছামতীর বুকে নৌকা ভ্রমণের চাহিদাও ছিল চোখে পড়ার মতো।প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি টাকির ঐতিহাসিক জমিদার বাড়ি ও পুরনো রাজবাড়িগুলি ঘুরে দেখতেও আগ্রহ দেখিয়েছেন পর্যটকেরা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নিচ্ছেন। শীতের আমেজে নদী, সীমান্ত ও ইতিহাস—সব মিলিয়ে টাকি আজ পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।স্থানীয় ব্যবসায়ীদের মতে, বড়দিনের এই ভিড় তাঁদের ব্যবসায় নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে। সার্বিকভাবে বড়দিনের সকালে টাকি পর্যটন কেন্দ্রে উৎসবের আনন্দ ও পর্যটকদের উচ্ছ্বাসে এক আলাদা চিত্র ধরা পড়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande