
দৌসা, ২৫ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসা জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক কর্মী সুবেদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পুর–আগ্রা জাতীয় সড়কে মানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবেদার এ কে মান (৪৫), ঝুনঝুনু জেলার বুড়ানা গ্রামের বাসিন্দা। তিনি উত্তর প্রদেশের বাবিনা সেনাছাউনিতে কর্মরত ছিলেন। ছুটিতে ঝাঁসি থেকে ট্যাক্সিতে করে গ্রামে ফিরছিলেন। পথে সিকরি গ্রামের কাছে চা খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ট্রেলারটি আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য