ফারুখাবাদে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ
ফারুখাবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদে উদ্ধার এক যুবকের মৃতদেহ । ঘটনাটি ঘটেছে কৈমগঞ্জ থানার অন্তর্গত শিদপুর গ্রামে । মৃতের নাম শোভারান। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, শোভারান বুধবার রাতে ওই যুবক নিমন্ত্রণ অনুষ্ঠানে গিয়েছ
ফারুখাবাদে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ


ফারুখাবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদে উদ্ধার এক যুবকের মৃতদেহ । ঘটনাটি ঘটেছে কৈমগঞ্জ থানার অন্তর্গত শিদপুর গ্রামে । মৃতের নাম শোভারান।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, শোভারান বুধবার রাতে ওই যুবক নিমন্ত্রণ অনুষ্ঠানে গিয়েছিল দূরের একটি গ্রামে| রাত বাড়তে থাকলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের চিন্তা বাড়তে থাকে । তাঁরা সারারাত খোঁজ চালালেও কোনও খবর মেলে না । অবশেষে বৃহস্পতিবার সকালে শোভারানের রক্তাক্ত দেহ উদ্ধার হয় গ্রামের একটি মাঠের মধ্যে। দেহের পাশেই পড়ে ছিল তার সাইকেলটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন কেউ বা কারা শোভারানকে খুন করেছে । ঘটনার নেপথ্যে কী রয়েছে , তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande