
নৈহাটি ২৫ ডিসেম্বর ( হি. স.):- নৈহাটিতে এক রাজনৈতিক সভা থেকে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার নৈহাটির গরুরফাঁড়ি মোড়ে অনুষ্ঠিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় যোগ দিয়ে মঞ্চ থেকেই তিনি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান।সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, এর আগে গারুলিয়ার লেনিননগরের সভায় তিনি বিষয়টি স্পষ্ট করে বলেননি। তবে এবার তিনি প্রকাশ্যে বলছেন এবং প্রয়োজনে পার্থ ভৌমিকের বাড়ির কাছেও গিয়ে একই কথা বলবেন। তাঁর দাবি, ‘জয়বাংলা’ স্লোগান বাংলাদেশের স্লোগান এবং এই স্লোগান ব্যবহার করে সেখানে জেহাদিরা দীপু দাস নামে এক ব্যক্তিকে পুড়িয়ে মেরেছে বলে তিনি মন্তব্য করেন।অর্জুন সিং আরও বলেন, এ রাজ্যে যদি ‘জয়বাংলা’ স্লোগানের নামে সনাতনী মানুষদের উপর আক্রমণ হয়, তবে তিনি তার প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া দেখাবেন। তাঁর বক্তব্যের ভাষা ও ভঙ্গি ঘিরে সভাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া না মিললেও, বিরোধী শিবিরের এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সভা শেষে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়