ভুয়ো ডিগ্রি রুখতে শিক্ষা-শংসাপত্রে কিউআর কোড বাধ্যতামূলক
জয়পুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : ভুয়ো ডিগ্রি ও শংসাপত্রের মাধ্যমে চাকরি পাওয়ার প্রবণতা রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। রাজস্থান লোকসেবা কমিশনের প্রস্তাব অনুযায়ী, এবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্
ভুয়ো ডিগ্রি রুখতে শিক্ষাগত শংসাপত্রে কিউআর কোড বাধ্যতামূলক


জয়পুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : ভুয়ো ডিগ্রি ও শংসাপত্রের মাধ্যমে চাকরি পাওয়ার প্রবণতা রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। রাজস্থান লোকসেবা কমিশনের প্রস্তাব অনুযায়ী, এবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্রি, ডিপ্লোমা, মার্কশিট, মাইগ্রেশন ও অন্যান্য শিক্ষা-শংসাপত্রে কিউআর কোড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় নথি যাচাইয়ের সময় বহু সন্দেহজনক শংসাপত্র সামনে আসে। নতুন ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট প্রার্থীর আসল তথ্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের ডেটাবেস থেকে যাচাই করা যাবে।

এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে নথি যাচাই আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande