
গঙ্গাসাগর, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা অভিযোগ ও সমালোচনার পাল্টা জবাব দিতে গঙ্গাসাগরে মেগা প্রতিবাদ সভার ডাক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার গঙ্গাসাগরের চৌরঙ্গী এলাকায় এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ নির্মাণ, মাইক ও আলোর ব্যবস্থা সহ প্রস্তুতির কাজ জোরকদমে চলছে।উল্লেখ্য, গত বুধবার গঙ্গাসাগরের চৌরঙ্গী মাঠেই সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, ওই সভা থেকেই বিরোধী দলনেতা একাধিক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। সেই ‘কুৎসার’ যোগ্য জবাব দিতেই এবার পাল্টা সভার আয়োজন।আগামীকালের সভায় উপস্থিত থাকবেন দমকল মন্ত্রী সুজিত বসু, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাংসদ বাপি হালদার, বিধায়িকা লাভলী মৈত্র, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, যুব নেতা অংশুমান চক্রবর্তী-সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা।জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, শুভেন্দু অধিকারীর মিথ্যা প্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভই আগামীকালের সভায় প্রকাশ পাবে। তাঁর দাবি, প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের জমায়েত হবে। পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে সাগর দ্বীপের রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়