শাটার ভেঙে লুঠ হাড়োয়ার গয়নার দোকানে
উত্তর ২৪ পরগনা, ২৫ ডিসেম্বর (হি.স.): শাটার ভেঙে লুঠ হল একটি গয়নার দোকানে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোববেরিয়া বাজার এলাকার ঘটনা। অভিযোগ, সিন্দুক ভেঙে নগদ প্রায় ৮০ হাজার টাকা, ৮ কেজি রুপো ও ২০ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মা
শাটার ভেঙে লুঠ হাড়োয়ার গয়নার দোকানে


উত্তর ২৪ পরগনা, ২৫ ডিসেম্বর (হি.স.): শাটার ভেঙে লুঠ হল একটি গয়নার দোকানে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোববেরিয়া বাজার এলাকার ঘটনা। অভিযোগ, সিন্দুক ভেঙে নগদ প্রায় ৮০ হাজার টাকা, ৮ কেজি রুপো ও ২০ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক জানান, দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। ভিতরে থাকা কম্পিউটার ভাঙা, ওয়াইফাই সংযোগের তার কেটে দেওয়া হয়েছে। দোকানের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। ঘটনার পর হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande