
বীরভূম, ২৫ ডিসেম্বর (হি.স.): তিন দিন নিখোঁজ থাকার পরে একটি পুকুর থেকে উদ্ধার হল মা-মেয়ের দেহ| বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মহিলার বয়স ২৪ বছর। শিশুকন্যার বয়স বছর তিনেকের মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক। দক্ষিণ ভারতে কাজ করেন। সোমবার মাঝরাত থেকে ওই মহিলা ও শিশু নিখোঁজ ছিলেন। মঙ্গলবার খোঁজাখুঁজির পরেও সন্ধান পায়নি পরিবার। বুধবার সকালে নিখোঁজ ডায়েরি করে পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের পুকুরে মহিলার দেহ ভেসে উঠতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ওই পুকুর থেকেই উদ্ধার হয় শিশুকন্যার দেহও। দেহগুলি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ