
হরিদ্বার, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারের লিবারহেদি গ্রামে একটি পুরনো জিনিসপত্রের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যারাতে সোনু ট্রেডার্স নামের ওই গোডাউনে আচমকাই আগুন লাগে, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে প্রথমে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরও দমকলের ইঞ্জিন আনা হয়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মীরা পাশের বসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা জানানো হয়েছে। গোডাউন মালিক জানান, আগুনে বিপুল পরিমাণ জিনিসপত্র পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য