ভাঙড়ে তোলাবাজির অভিযোগে তোলপাড়, তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে সাত লক্ষ টাকা চাওয়ার অভিযোগ
ভাঙড়, ২৮ ডিসেম্বর ( হি. স.):- ভাঙড়ে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক উপপ্রধান তাঁর কাছে মোট সাত লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসা
ভাঙড়ে তোলাবাজির অভিযোগে তোলপাড়, তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে সাত লক্ষ টাকা চাওয়ার অভিযোগ


ভাঙড়, ২৮ ডিসেম্বর ( হি. স.):- ভাঙড়ে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক উপপ্রধান তাঁর কাছে মোট সাত লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, প্রথমে চাপের মুখে তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা দেন, পরে আরও তিন লক্ষ টাকা দিতে বাধ্য হন। সব মিলিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে তিনি মোট ৫ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ব্যবসায়ীর আরও অভিযোগ, এত টাকা দেওয়ার পরেও অভিযুক্ত নেতা বন্দুক দেখিয়ে ফের খুনের হুমকি দেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কোনও ধরনের তোলাবাজি বা হুমকির সঙ্গে যুক্ত নন বলে স্পষ্ট দাবি করেন।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা বলেন, দল এই ধরনের ঘটনাকে কোনওভাবেই সমর্থন করে না। অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande