আপডেট...ফিরে দেখা ২০২৫, বিষয় : মৌলবাদী এবং বাংলাদেশি ধৃত ও পুশব্যাক বিষয়ক
গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : ২০২৫। বিদায়ী এক বছরে অসমে মৌলবাদী, বাংলাদেশি, পুশব্যাক ইত্যাদি বহু খবরের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা হিন্দুস্থান সমাচার-এর ... ১৯ জানুয়ারি ‘অপারেশন প্রঘাত’-এর বলে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ায়
আপডেট...ফিরে দেখা ২০২৫, বিষয় : মৌলবাদী এবং বাংলাদেশি ধৃত ও পুশব্যাক বিষয়ক


গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : ২০২৫। বিদায়ী এক বছরে অসমে মৌলবাদী, বাংলাদেশি, পুশব্যাক ইত্যাদি বহু খবরের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা হিন্দুস্থান সমাচার-এর ...

১৯ জানুয়ারি ‘অপারেশন প্রঘাত’-এর বলে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ায় এসটিএফ-এর হাতে ধৃত জিহাদি অটোচালক জাহের আলি।

২১ জানুয়ারি ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ায় এসটিএফ-এর হাতে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড জিহাদি আজিবর রহমান।

১৩ ফেব্রুয়ারি ‘অপারেশন প্রঘাত’, চেন্নাই থেকে এসটিএফ-এর হাতে গ্রেফতার আনসারউল্লা বাংলা টিম-এর সক্রিয় সদস্য আবু সালাম আলি।

২৭ আগস্ট জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধুবড়িতে গ্রেফতার দুই শিক্ষক শাহ আলম সরকার এবং হজরত আলি।

৫ অক্টোবর গোয়ালপাড়ার বিভিন্ন প্রান্তে নিয়ার অভিযানে ধৃত ১০ জন মৌলবাদী।

১৩ নভেম্বর অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আল-কায়েদার সন্ত্রাসীদের সন্ধানে ত্রিপুরা এবং মেঘালয়ে পুলিশ ও এনআইএ-এর যৌথ অভিযানে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত। এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে চিহ্নিত চার বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সজিব মিয়াঁ, মুন্না খালিদ আনসারি, আজারুল ইসলাম এবং আবদুল লতিফ।

২৫ নভেম্বর (হি.স.) : একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা এবং রাজ্য জুড়ে নাশকতার পরিকল্পনাকারী, অসমের দরং জেলার অন্তর্গত খারুপেটিয়া থানা এলাকার জনৈক জিহাদি-বাসিন্দা গ্রেফতার

- চলতি বছর (২০২৫) অসমে এসটিএফ-এর ‘অপারেশন প্রঘাত’ শীর্ষক অভিযান এবং ত্রিপুরা ও মেঘালয়ে ইসলামিক সন্ত্রাসীযোগের অভিযোগে প্ৰায় ৪০ জন গ্ৰেফতার।

- এছাড়া, ২৪ ডিসেম্বর ১৮, ১৬ ডিসেম্বর চার, ২ নভেম্বর ১৬ জন তরুণী-মহিলা, কোলের শিশু সহ চলতি ২০২৫ সালের গত জানুয়ারি থেকে বিভিন্ন মাসে অসমের শ্রীভূমি এবং ধুবড়ির সীমান্ত দিয়ে প্রায় ৩৩০ জন অবৈধ বাংলাদেশিকে তাঁদের স্বভূমিতে ফেরত প্রেরণ।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande