
বিশালগড় (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : ইংরেজি বছরের শেষ রবিবারে সিপাহীজলা অভয়ারণ্য ও চিড়িয়াখানায় পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। শীতের মরশুম হওয়ায় সকাল থেকেই বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও প্রচুর পর্যটক এবং পিকনিক পার্টি সিপাহীজলায় ভিড় জমান।
চিড়িয়াখানার রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট সোহেল খাদিম জানান, এদিন সাড়ে চার হাজারেরও বেশি পর্যটক অভয়ারণ্যে প্রবেশ করেন। ফলে দুই গেট মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার রাজস্ব আসে টিকিট বিক্রির মাধ্যমে।
তিনি আরও জানান, বর্তমানে সিপাহীজলায় প্রায় পাঁচটি রয়েল বেঙ্গল টাইগারসহ একাধিক নতুন বন্যপ্রাণী যুক্ত হয়েছে। নতুন আকর্ষণগুলির কারণে পর্যটকদের আগ্রহ গত কয়েক মাসে আরও বেড়েছে।
অভয়ারণ্যের ভেতরে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। বড় সাউন্ড বক্স, মদ ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের নির্বিঘ্নে বনভোজন ও ঘোরাঘুরি নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পর্যটকদের এই উপচে পড়া ভিড়কে ঘিরে সিপাহীজলা অঞ্চলে সারাদিন ছিল উৎসবমুখর পরিবেশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ