
কলকাতা, ২৮ ডিসেম্বর ( হি. স.):- যাত্রী নিরাপত্তা ও আরামের মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের অধীনে চলাচলকারী ১২৩৩৩/১২৩৩৪ নম্বর হাওড়া–প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস ট্রেনটি ২৭ ডিসেম্বর ২০২৫ (হাওড়া থেকে যাত্রা) থেকে পুরনো আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক এলএইচবি কোচে উন্নীত করা হয়েছে। রবিবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল তরফে।নতুন এলএইচবি কোচে উন্নত সুরক্ষা ব্যবস্থা, উন্নত সাসপেনশন ও আধুনিক অভ্যন্তরীণ নকশা রয়েছে। এই কোচগুলি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতির জন্য উপযোগী হওয়ায় যাত্রা হবে আরও মসৃণ ও আরামদায়ক। পাশাপাশি ট্রেনে অন বোর্ড হাউসকিপিং সার্ভিস (ওবিএইচএস), এসি কোচে মানসম্মত লিনেন এবং পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের সঙ্গে ইলেক্ট্রো-পনিউম্যাটিক প্রেসারাইজড ফ্লাশিং ব্যবস্থা সংযোজিত হয়েছে।বর্তমানে হাওড়া ডিভিশনে ২৭টি মেল ও এক্সপ্রেস ট্রেন এলএইচবি কোচে চলাচল করছে, যার জন্য ব্যবহৃত হচ্ছে ৫৩টি এলএইচবি রেক। মাত্র ৬টি মেল ও এক্সপ্রেস ট্রেন এখনও আইসিএফ রেকে চলছে, সেগুলিকেও দ্রুত এলএইচবিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।এলএইচবি কোচে বিভূতি এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন হাওড়ার ডিআরএম শ্রী বিশাল কাপুর ও ডিভিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা। যাত্রীরা এই উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। পূর্ব রেল ভবিষ্যতেও যাত্রীবান্ধব ও আধুনিক রেল পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়