ধর্মনগরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য রবিবার ধর্মনগরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রামঠাকুর আশ্রমে, এরপর পদ্মপুরস্
পুলিশ কর্মীদের গার্ড অব অনার


ধর্মনগর (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য রবিবার ধর্মনগরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রামঠাকুর আশ্রমে, এরপর পদ্মপুরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা।

সেখান থেকে শোকযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শ্মশানের উদ্দেশে রওনা হয়। পথ জুড়ে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

শোকযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি, প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দুপুর প্রায় ১টা ২০ মিনিটে ধর্মনগর নগর পঞ্চায়েত অফিস সংলগ্ন শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শোকসালামি প্রদান করে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গত কয়েক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববন্ধু সেন রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন কংগ্রেসের হাত ধরে। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৮ সালের ২১ জুন ত্রিপুরা বিধানসভার একাদশতম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে চারবারের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া বিশ্ববন্ধু সেন প্রশাসনিক দক্ষতা, শান্ত স্বভাব এবং সংসদীয় ঐতিহ্য রক্ষায় তাঁর দৃঢ় ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande