মনু ল্যান্ড কাস্টমসে ভারত - বাংলাদেশে বাণিজ্য বন্ধের চেষ্টা, থানায় অভিযোগ
কৈলাসহর (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর সীমান্তে ভারত–বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি বন্ধ করার চেষ্টার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে আমদানি-রপ্তানি ব্যবসায়ী সংগঠন। সংগঠনের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রম
ভারত-বাংলাদেশ


কৈলাসহর (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর সীমান্তে ভারত–বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি বন্ধ করার চেষ্টার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে আমদানি-রপ্তানি ব্যবসায়ী সংগঠন।

সংগঠনের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে চলা কর্মসূচির সুযোগ নিয়ে কিছু উশৃঙ্খল যুবক মনু ল্যান্ড কাস্টমসে জোরপূর্বক বাণিজ্য থামানোর চেষ্টা চালায়। ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঊনকোটি জেলা আমদানি-রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরাচাঁদ অধিকারী জানান, মনু ল্যান্ড কাস্টমস দিয়ে বাণিজ্য সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কেবল ক্রিসমাসের দিন একদিন কাজ বন্ধ ছিল বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার পর বিএসএফ, কাস্টমস ও পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারের দাবিতে ব্যবসায়ী সংগঠন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande