
বাঁকুড়া, ২৮ ডিসেম্বর (হি.স.) : বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার রানীবাঁধে এক ব্লক লেভেল অফিসার (বিএলও)-র আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হারাধন মণ্ডল। তিনি রানীবাঁধের রাজাকাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বর্তমানে বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে রাজাকাটা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় হারাধন মণ্ডলের দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, এসআইআর সংক্রান্ত শুনানিতে যোগ দেওয়ার কথা বলে তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই নোটে হারাধন মণ্ডল আত্মহত্যার দায় নিজের উপর নিয়েছেন বলে উল্লেখ রয়েছে। নোটে তিনি লিখেছেন, অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, বিএলও সংক্রান্ত কাজ তিনিই করেছেন এবং নিজের ছেলেকেও কোনও কাজ করতে দেননি।
রানীবাঁধের জেলা পরিষদ সদস্য চিত্তরঞ্জন মাহাতো অভিযোগ করে বলেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এসআইআর-এর কাজ এই সময়ে করানো ঠিক হয়নি। কারণ এই মরশুমে জঙ্গলমহল এলাকার বহু মানুষ হুগলি, বর্ধমান-সহ বিভিন্ন জেলায় কৃষিকাজে চলে যান। এই বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্ব দেয়নি বলে তিনি মন্তব্য করেন।
এদিকে স্থানীয় সূত্রে গুঞ্জন রয়েছে, কাজের চাপের পাশাপাশি সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে পড়াও এই ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট