
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণ। দূষণের মাত্রা পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। সোমবার সকালে দিল্লিতে বাতাসের মান (একিউআই) ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। এদিন সকালে দিল্লির বায়ুর গড় গুণগত মানের সূচক ছিল ৪০২। অক্ষরধাম সংলগ্ন এলাকায় এই মাত্রা ৪৫৯-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবহাওয়া দফতর দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে ঘন কুয়াশার জন্য ‘সতর্কতা’ জারি করেছে।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ