গুয়াহাটি পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাত্রা বটদ্রবার উদ্দেশে
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার সকাল ১১টায় বিশেষ উড়ানে বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে অমিত শাহকে উষ্ণ স্বগত জানিয়েছেন মুখ্যমন্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্র
অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ফটো)


গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার সকাল ১১টায় বিশেষ উড়ানে বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে অমিত শাহকে উষ্ণ স্বগত জানিয়েছেন মুখ্যমন্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া প্রমুখ। বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে তিনি যাত্রা করেছেন নগাঁও জেলার অন্তর্গত বড়দুয়ায় অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্ৰবায়। বড়দুয়ায় ঐতিহ্যমণ্ডিত আকাশীগঙ্গার তীরে নবনিৰ্মিত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বটদ্ৰবা প্ৰকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

প্রসঙ্গত, গতকাল রবিবার রাত ১০:৩০ মিনিটে বিশেষ উড়ানে বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু ঘন কুয়াশার দরুন প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে তাঁর সফরসূচির ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে। বটদ্রবার কার্যক্রম শেষ করে আজ বিকালের দিকে গুয়াহাটি এসে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে আজই দিল্লির উদ্দেশে যাত্রা করবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande