দিল্লিতে দৃশ্যমানতা কম, প্রভাব আকাশ ও সড়কপথে
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে আসায় সোমবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চল। দৃশ্যমানতা কম থাকায় সোমবার সকাল থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ই
মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখল দিল্লি


নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে আসায় সোমবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চল। দৃশ্যমানতা কম থাকায় সোমবার সকাল থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইন্ডিগো একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বেশ কিছু বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে অনেক বিমান নামতে ও ছাড়তেও দেরি হচ্ছে। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে গোয়া থেকে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাত ২টো ৩৫ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে বিমানটিকে আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্য দিকে, জয়পুর বিমানবন্দরও অতিরিক্ত ভিড়ে ঠাসা থাকায় বিমান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। শুধু আকাশপথ নয়, কুয়াশার জন্য দিল্লিগামী প্রায় ১০০টি ট্রেন দেরিতে চলছে। সড়কপথের অবস্থাও তথৈবচ। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে এবং যমুনা এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা কম থাকায় সেখানে গাড়ি চলাচলে চালকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande