
কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.)- কলকাতার ময়দান এলাকায় মঙ্গলবার সকালে একটি পথদুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানে ক্যাসুরিনা রোডে সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আমতলা থেকে হাওড়াগামী যাত্রী বোঝাই একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি চার চাকার ছোট গাড়িতে।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল। সেই সময় বাসের সামনে আচমকাই চার চাকার গাড়িটি ব্রেক কষে। গাড়ির চালকের দাবি, সামনে একটি বাইক হঠাৎ পড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতেই তাকে তড়িঘড়ি ব্রেক কষতে হয়। কিন্তু বাসটি খুব কাছাকাছি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।চার চাকার গাড়িটি তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসে অবস্থিত সিইএসসির অফিসের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর নেই। বাসের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়