শীতের দাপট ও ঘন কুয়াশায় কাঁপছে জঙ্গলমহল, পর্যটকদের ভিড় ঝাড়গ্রামে
ঝাড়গ্রাম, ৩০ ডিসেম্বর ( হি. স.)- শীতের পারদ ক্রমশ নিম্নমুখী হতেই জঙ্গলমহল জুড়ে শীতের দাপট বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলা ঘন কুয়াশায় ঢেকে যায়। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশা জনজীবনে বাড়তি সমস্যা সৃষ্টি করছে।
ঝাড়গ্রাম


ঝাড়গ্রাম, ৩০ ডিসেম্বর ( হি. স.)- শীতের পারদ ক্রমশ নিম্নমুখী হতেই জঙ্গলমহল জুড়ে শীতের দাপট বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলা ঘন কুয়াশায় ঢেকে যায়। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশা জনজীবনে বাড়তি সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ির চালক থেকে শুরু করে পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।ঘন কুয়াশার কারণে অনেক জায়গায় যান চলাচল ধীরগতিতে হচ্ছে। তবুও শীতকে উপেক্ষা করেই সকাল থেকে বহু মানুষকে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। কেউ আবার শীত নিবারণের জন্য আগুন জ্বেলে তার উষ্ণতা নিচ্ছেন। অন্যদিকে, শীতপ্রেমী মানুষেরা সকালবেলায় শীতের আমেজ উপভোগ করতে চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন। কাপে কাপে গরম চা আর ধোঁয়া ওঠা ভাঁড়ে আড্ডায় মুখর হয়ে উঠছে এলাকার চায়ের ঠেকগুলো।একদিকে যেমন শীতের কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অন্যদিকে আবার শীতের আনন্দ উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন বহু মানুষ। শীত পড়তেই ঝাড়গ্রাম জেলায় পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। বনঘেরা প্রকৃতি, শীতের হালকা রোদ আর কুয়াশার আবেশে ঝাড়গ্রাম এখন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande