কুয়াশা ও কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি
জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর ( হি. স.)- উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় শীতের দাপট আরও জোরালো হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত
জলপাইগুড়ি


জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর ( হি. স.)- উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় শীতের দাপট আরও জোরালো হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।ভোর থেকেই ঘন কুয়াশার দাপটে জলপাইগুড়ি শহর কার্যত ঢেকে যায়। সকাল আটটা নাগাদও শহরের অধিকাংশ এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বেলা বাড়লেও রাস্তায় লোকজনের চলাচল ছিল তুলনামূলক কম। একই ছবি দেখা গেছে ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।ঠান্ডা হাওয়া ও কুয়াশার জেরে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের সতর্ক করা হচ্ছে। রাতে অনেক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চালকদের গরম চা ও জল খাইয়ে সচেতন করা হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে মোটরবাইক ও গাড়িচালকদের ফগলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।একদিকে কনকনে ঠান্ডায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে শীতের আমেজ উপভোগ করতেও পিছিয়ে নেই জলপাইগুড়িবাসী। সকাল থেকেই চায়ের দোকানগুলিতে ভিড় চোখে পড়ছে। পাশাপাশি রাস্তায় থাকা দুঃস্থ মানুষদের জন্য কম্বল বিতরণেও এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও নামতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande