কলকাতা-কামাখ্যার মধ্যে বিশেষ ট্রেনে ১৪৪০টি বার্থ তৈরি করা হবে
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে কলকাতা ও কামাখ্যার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল-কর্তৃপক্ষ। এই বিশেষ ট্রেন চালানোর মাধ্যমে ১৪৪০টি বার্থ তৈরি করা হবে। ০৫৬৯৪ কামাখ্যা-কলকাতা স্পেশাল ট্রেনটি ৮.১২.২০
কলকাতা-কামাখ্যার মধ্যে বিশেষ ট্রেনে ১৪৪০টি বার্থ তৈরি করা হবে


কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে কলকাতা ও কামাখ্যার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল-কর্তৃপক্ষ। এই বিশেষ ট্রেন চালানোর মাধ্যমে ১৪৪০টি বার্থ তৈরি করা হবে।

০৫৬৯৪ কামাখ্যা-কলকাতা স্পেশাল ট্রেনটি ৮.১২.২০২৫ তারিখে ০৫:৪০ মিনিটে কামাখ্যা থেকে ছেড়ে পরের দিন ০০:৪০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। ০৫৬৯৫ কলকাতা-কামাখ্যা স্পেশাল ট্রেনটি ৯.১২.২০২৫ তারিখে ০২:৩০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে একই দিনে ২২:০৫ মিনিটে কামাখ্যায় পৌঁছাবে।

ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের উভয় দিকে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং মালদা টাউন স্টেশনে থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande