কারখানা-পিছু প্রতি মাসে তোলা নির্ধারণ করে দিয়েছে তৃণমূল নেতা, কটাক্ষ সুকান্তর
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপটে পশ্চিমবঙ্গ থেকে আগেই একের পর এক বৃহৎ শিল্প সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও!” রবি
কারখানা-পিছু প্রতি মাসে তোলা নির্ধারণ করে দিয়েছে তৃণমূল নেতা, কটাক্ষ সুকান্তর


কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপটে পশ্চিমবঙ্গ থেকে আগেই একের পর এক বৃহৎ শিল্প সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও!” রবিবার এক্সবার্তায় এ কথা লেখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ফোনে একটি কথাবার্তার অডিয়ো (হিন্দুস্থান সমাচার এর সত্যতা যাচাই করেনি) দিয়ে তিনি লিখেছেন, “পাড়ার ছোট দোকানদার থেকে কল-কারখানার মালিক সবাইকে নির্দিষ্ট করে ‘তোলা’ দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা। যেমন খড়দহ শিল্পাঞ্চলের এই করুণ ছবি, ফ্যাক্টরি পিছু সেখানে প্রতি মাসে ₹২০০০ করে তোলা নির্ধারণ করে দিয়েছে তৃণমূল পরিচালিত বিলাকান্দা ১ নং পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান!

এই দৌরাত্ম্যে ব্যবসায়ীদের অসহায় অবস্থার স্পষ্ট প্রমাণ এই ভাইরাল ফোন-কথোপকথন।

সিন্ডিকেট, দাদাগিরি আর তোলাবাজিই যে তৃণমূলের প্রকৃত শিল্প এটাই আজ বাংলার বাস্তবতা!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande