বছরের পর বছর বেহাল সাঁকরাইল–বনপুরা–মুড়াকাটি সড়ক, দুর্ভোগে স্থানীয়রা
ঝাড়গ্রাম, ৭ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুরা হয়ে মুড়াকাটি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোটের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তার কোনও উ
বেহাল রাস্তা


ঝাড়গ্রাম, ৭ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুরা হয়ে মুড়াকাটি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোটের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তার কোনও উন্নতি হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা এখন আর সাধারণ পথ নয়, কার্যত এক ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত হয়েছে।এই সড়কের উপর নির্ভরশীল বহু নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া, অফিসগামী মানুষ এবং অসুস্থ রোগী। বর্ষায় রাস্তা কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে শুকনো মরসুমে ধুলোয় ঢেকে যায় পরিবেশ, ফলে যানবাহন চলাচলে গুরুতর সমস্যা তৈরি হয়। অ্যাম্বুলেন্স সহ সাধারণ যানবাহনও এই রাস্তায় যাতায়াতে বিপাকে পড়ছে।বনপুরা, ডাহি, নেগড়িয়া, চাঁদপাল, কুলডিহা সহ আশপাশের বহু গ্রামের মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। তাঁদের দাবি, বহুবার প্রশাসনকে জানানো হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।এদিকে রাস্তার দুরবস্থা ঘিরে শাসক ও বিরোধী শিবিরে রাজনৈতিক দোষারোপ শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande