“সত্যিই অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী”, ব্রিগেড ময়দানে অনুষ্ঠান সম্পর্কে সুকান্ত
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “পূজ্য সাধু সন্তগণ এবং অগণিত ভক্ত-অনুরাগীর সম্মিলিত সুরে উচ্চারিত গীতা-শ্লোকের ধ্বনি যে ভক্তিরস, শক্তি ও আধ্যাত্মিক একতার পরিবেশ সৃষ্টি করেছিল তা সত্যিই অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী।” রবিবার গীতাপাঠ অনুষ্ঠান সম্পর্কে এই প্রত
“সত্যিই অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী”, ব্রিগেড ময়দানে অনুষ্ঠান সম্পর্কে সুকান্ত


কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “পূজ্য সাধু সন্তগণ এবং অগণিত ভক্ত-অনুরাগীর সম্মিলিত সুরে উচ্চারিত গীতা-শ্লোকের ধ্বনি যে ভক্তিরস, শক্তি ও আধ্যাত্মিক একতার পরিবেশ সৃষ্টি করেছিল তা সত্যিই অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী।” রবিবার গীতাপাঠ অনুষ্ঠান সম্পর্কে এই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এক্সবার্তায় তিনি লিখেছেন, “জয় পরম পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণ! সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক “পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ” অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।”

প্রসঙ্গত, গীতাপাঠের আসরে এদিন বঙ্গ বিজেপির নেতারাই ছিলেন মধ্যমণি। দীর্ঘদিন পর এক সারিতে দেখা গেল শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের। নিজের আসন ছেড়ে মাটিতে বসে গীতাপাঠ শোনেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের ভোটের আগে ‘হিন্দুত্ব অস্ত্রে শান দিতে’ ডিসেম্বরের প্রথম রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করে সংঘ ঘনিষ্ঠ সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande