কলকাতা ময়দানে ফিট ইন্ডিয়া মর্নিং ময়দান অলিম্পিকে জাপানের যোগদান
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে শনিবার সকালে ফিট ইন্ডিয়া মর্নিং ময়দান অলিম্পিকস এর আয়োজন হয়। ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে সাফল্য লাভ করে এটি। উল্লেখ্য, জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ ক
ফিট ইন্ডিয়া মর্নিং ময়দান অলিম্পিকের একটি দৃশ্য


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে শনিবার সকালে ফিট ইন্ডিয়া মর্নিং ময়দান অলিম্পিকস এর আয়োজন হয়। ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে সাফল্য লাভ করে এটি। উল্লেখ্য, জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ফিট ইন্ডিয়া মর্নিং ময়দান অলিম্পিকসে। ৩০ জন করে প্রতিযোগী বাছাই করে নিয়ে ১০টি দল গড়ে তোলা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande