৫০০০ মিটার ইনডোরে জাতীয় রেকর্ড গড়েছেন গুলবীর সিং
বোস্টন, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : হাংঝো এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী গুলবীর সিং শনিবার বোস্টনে অনুষ্ঠিত বিইউ টেরিয়ার ডিএমআর চ্যালেঞ্জে পুরুষদের ৫০০০ মিটার ইনডোর দৌড়ে ১৩ মিনিটের বাধা অতিক্রম করে জাতীয় রেকর্ড ভেঙেছেন। ২৬ বছর বয়সী এই সেনা দৌড়বিদ, য
৫০০০ মিটার ইনডোরে জাতীয় রেকর্ড গড়েছেন গুলবীর সিং


বোস্টন, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : হাংঝো এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী গুলবীর সিং শনিবার বোস্টনে অনুষ্ঠিত বিইউ টেরিয়ার ডিএমআর চ্যালেঞ্জে পুরুষদের ৫০০০ মিটার ইনডোর দৌড়ে ১৩ মিনিটের বাধা অতিক্রম করে জাতীয় রেকর্ড ভেঙেছেন। ২৬ বছর বয়সী এই সেনা দৌড়বিদ, যিনি ৫০০০ মিটারে জাতীয় রেকর্ড ধারণ করেছেন, তিনি ১২:৫৯.৭৭ সময় নিয়ে কোল হকারের (১২:৫৭.৮২), কুপার টিয়ারের (১২:৫৭.৯৭) এবং জ্যাক রেনারের (১২:৫৯.৪৩) পিছনে চতুর্থ স্থান অর্জন করেছেন।

গুলবীর সিং কেবল একটি নতুন জাতীয় রেকর্ডই তৈরি করেনি, বরং ৫০০০ মিটার শর্ট এশীয় ট্র্যাক রেকর্ডও তৈরি করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande