কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির 'বি' গ্রুপের ম্যাচ ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। তবে ম্যাচ শুরু হওয়ার আগে এদিন বড় ধরনের ভুল করেছেন আয়োজকরা। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দুই দলের জাতীয় সংগীত বাজাতে গিয়ে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজিয়েছে আয়োজকরা।
লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান তাদের দেশের জাতীয় সংগীত গাইবার জন্য। শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল বশত ভারতের জাতীয় সংগীত বাজিয়ে দেন আয়োজকরা। দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এই মারাত্মক ভুল শুধরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হলেও সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি আয়োজকরা। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। এরপর একের পর এক বিদ্রূপের শিকার হতে হচ্ছে পিসিবি–কে। এনিয়ে আইসিসি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি