ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭২টি মণ্ডপে সরস্বতী পূজা সম্পন্ন, জগন্নাথ হল-এর পুজোয় দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭২টি মণ্ডপে সরস্বতী পূজা সম্পন্ন, জগন্নাথ হল-এর পুজোয় দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজায় দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ


ঢাকা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল-এ অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াঁ।

আজ সোমবার সকালে পূজামণ্ডপে এসে দুই উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ বার্তালাপ করেছেন। পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। বার্তালাপে ঢাকা বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যবৃন্দও অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, এবার জগন্নাথ হল-এর মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি মণ্ডপে সরস্বতী পূজা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande