কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার কলকাতা লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ট্যানারির বর্জ্য পরিষ্কার করার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। মঙ্গলবার সে ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি ওই অঞ্চলের প্রভাবশালী নেতা তথা পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খানকে ভর্ৎসনা করেন। বলেন, 'এসব হলে আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব।' পাশাপাশি, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি বলেন বিষয়টি দেখে নিতে।
প্রসঙ্গত, ম্যানহোল বা নিকাশি নালায় মানুষ নামিয়ে পরিষ্কারের ব্যবস্থাকে ২০১৩ সালে নিষিদ্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল, ম্যানহোল সাফাই, মলমূত্র সাফাইয়ের মতো কাজে কোনও মানুষকে দিয়ে করানো যাবে না। এমনকী পরিস্থিতি বিশেষে কাউকে ম্যানহোলে নামাতে হলেও সংশ্লিষ্ট সাফাইকর্মীর জীবন এবং স্বাস্থ্যের সব রকমের নিরাপত্তাও দেওয়ার কথা বলা হয়েছিল।
এমনকী কাউকে ম্যানহোলে নামানোর আগে নিশ্চিত হতে হবে সেখানে প্রাণঘাতী গ্যাস আছে কি না। নামানোর আগে সংশ্লিষ্ট কর্মীর মাথা থেকে পা পর্যন্ত বিশেষ অ্যাপ্রনে ঢেকে রাখার কথাও বলা হয়েছিল। এক্ষেত্রে এসবের কোনও কিছুই মানা হয়নি বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত