ধুবড়ির মোসকাগুড়িতে গভীর জলাশয়ে ইট-বোঝাই ট্ৰাক, সন্ধানহীন চার, চলছে উদ্ধার অভিযান
ধুবড়ি (অসম), ৮ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত চাপরের মোসকাগুড়ি গ্রামে নিয়ন্ত্ৰণ হারিয়ে গভীর জলাশয়ে পড়েছে ইট-বোঝাই ট্ৰাক। এ ঘটনায় চার শ্রমিক নিখোঁজ হয়ে পড়েছেন। তাঁদের উদ্ধার করতে অভিযান চালিয়েছে পুলিশ এবং এসডিআরএফ। জানা গেছে, গতকাল সোমবা
ধুবড়ির মোসকাগুড়িতে গভীর জলাশয়ে ইট-বোঝাই ট্ৰাক, সন্ধানহীন চার, চলছে উদ্ধার অভিযান


ধুবড়ি (অসম), ৮ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত চাপরের মোসকাগুড়ি গ্রামে নিয়ন্ত্ৰণ হারিয়ে গভীর জলাশয়ে পড়েছে ইট-বোঝাই ট্ৰাক। এ ঘটনায় চার শ্রমিক নিখোঁজ হয়ে পড়েছেন। তাঁদের উদ্ধার করতে অভিযান চালিয়েছে পুলিশ এবং এসডিআরএফ।

জানা গেছে, গতকাল সোমবার রাতে ‘নিউ সরল ইটভাটা’ থেকে ইট বোঝাই করে আসছিল ট্রাকটি। কিন্তু মোসকাগুড়ি গ্রামের রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের একটি জলাশয়ে গিয়ে পড়ে। সম্পূর্ণ ট্রাকটি জলে ডুবে গেছে। ট্রাকে ছিলেন চালক সহ ছয়জন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও এ খবর লেখা পর্যন্ত সন্ধানহীন চারজন। তাঁদের উদ্ধার করতে স্থানীয় মানুষ সহ অভিযান চালিয়েছে পুলিশ এবং এসডিআরএফ।

পুলিশ সূত্ৰের খবর, নিখোঁজরা ট্রাকের চালক রিজু অভয়াপুরী, বিশা বৰ্মণ, লবেন বৰ্মণ, বিকাশ বৰ্মণ। এরা সকলেই ট্ৰাকের ভিতরে আবদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা হাতিপোতা প্ৰথম খণ্ড গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুৰ্ঘটনায় সৌভাগ্যক্ৰমে যাঁরা বেঁচেছেন তাঁরা সমীর বৰ্মণ এবং মমেন বৰ্মণ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande